আলো আঁধারি জীবন

মাইছুরা ইশফাত | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

আলোকে আমি বাসি ভালো

চাঁদের আলো, নক্ষত্রের আলো

জোনাকির আলো, ফানুসের আলো

এমনকি গহীন রাতের ঐ

ল্যাম্পপোস্টের আলো।

আর অন্ধকারে নিজেকে খুঁজে ফিরি

আঁধারের কাছে অনুশোচনা শিখি

ঘোর অমানিশায় নিজেকে শুদ্ধ করি।

নিশিরাতের গাঢ় কালো আকাশটা

হয় দুফোঁটা অশ্রুর নিশ্চুপ সখা।

আমি সৌন্দর্য পিপাসু নগণ্য জন

বৃষ্টির শব্দে, সোঁদা মাটির গন্ধে

পড়ে থাকে আনার বোহেমিয়ান মন।

এমনকি ভালোবাসি কাঁচা হাতে

লেখা কবিতা একখান।

তবে অসুন্দর,হিপোক্রেসিতে

ভরা আমার আশপাশ।

এই শহরের রোগ, শোক, জরা

এসবের সাথেই আমার নিত্যবাস।

পূর্ববর্তী নিবন্ধশ্রাবণের শেষে
পরবর্তী নিবন্ধধাঁধা