আমরা আলো চাই
আলো অনিশ্বেঃষ ও শান্তিকামী
সমপ্রীতিতে শান্তির যে আলো
মানবিকতার যে আলো
আত্মদ্বীপ হওয়ার যে আলো
শীল পালনের যে আলো
শুদ্ধ জীবনের যে আলো।
সেই শুদ্ধতার চর্চায় আলোকিত
হোক প্রতিটি মানুষ
এ গুলো বরণের আহ্বান
এতেই হয় আত্মশক্তির জাগরণ
প্রজ্ঞা জ্যোতির আত্মপ্রকাশ
জীবন হয় আলোকবিন্দুতে পরিপূর্ণ
মানুষের অপরিসীম শক্তির
চ্যালেঞ্জ গ্রহণ করার যে ক্ষমতা
তা এখানেই প্রমাণিত বোধ–বোধি
প্রজ্ঞালোতে বিরাজমান থাকুক প্রতিটি মানুষ।












