আলো

শিরিন আফরোজ | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চাঁদের আলো পড়ছে গেলে আকাশ থেকে

মন ময়ূরি মেলছে পেখম আবেগ মেখে

চাঁদের বুড়ি কাটছে সুতা ইচ্ছে মতন

উঁচু পাহাড় নিচ্ছে সোহাগ করেই যতন ।

ইচ্ছে মতন মেঘ ঘুরছে আকাশ দেশে

চাঁদের আলো কিরণ ছড়ায় দিন শেষে

রুমি ও সুমি বারান্দাতে দাঁড়িয়ে দেখে

টুম্পাও এসে চাঁদটি দেখে কাজ রেখে ।

রাত আঁধারে সবাই খুশি আলোর সাথে

আলো ছাড়া যায় না চলা দিনে ও রাতে ।

পূর্ববর্তী নিবন্ধশরৎ রাণীর কাছে চিঠি
পরবর্তী নিবন্ধশরতের কবিতা