আলেমদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান

বাঁশখালীতে চরমোনাই পীর

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। আলেমদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা ভুলে যান। তিনি গতকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ বাঁশখালী শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, যারা ৫ বার ক্ষমতায় ছিল তাদের সময়ে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা এখন আইয়ামে জাহিালিয়া যুগে পৌঁছে গেছি, পাথর ছুঁড়তে ছুঁড়তে মানুষ মারার দৃশ্য দেখতে হচ্ছে। ৫ আগস্ট এর পর আবার দেশ স্বাধীন হলো। কিন্তু দেশ এখনো অগোছালো। পাশের রাষ্ট্র ভারত শকুনির চোখে দেখছে। তারা চায় ইসলামকে ধ্বংস করতে। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ইসলামী শক্তি আজ ঐক্যবদ্ধ। তিনি আরো বলেন, দেশের মানুষের ঘুম ভাঙে আযানের শব্দে, আযানের শব্দে বাসায় ফিরে। ইসলামী হিসেবে দেশে কি পেলাম। বর্তমানে এক শ্রেণীর মানুষ স্টেশন দখল পেইজ বাণিজ্য, চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে। স্বাধীনতার পরবর্তীতে ৫৩ বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছিল আমরা দেখেছি ,তারা ভবিষ্যতে কি দেখাবে। শান্তির প্রতীক হাতপাখা নিয়ে আমরা ইসলামের পক্ষে কাজ করে যাব। আগামীতে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ।

বাঁশখালীর চাম্বলের আয়ান পার্কে চাম্বল মাদরাসার মুহতামিম পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা আল্লামা ওবাইদুল্লাহ হামজা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করিম আবরার, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার, ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, পুকুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ নুর আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা এজাজ, বাঁশখালী জামায়াত ইসলামীর সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল, সাধারণ সম্পাদক মো. আরিফ উল্লাহ, চাম্বল মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল, জলদী মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফেজ আবদুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মোজাহিদ ছগীর আহমদ চৌধুরী, মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মুফতি নুরুল আমিন, মাওলানা এস এম ফয়জুল্লাহ প্রমুখ। এরপর তিনি রাতে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধউদ্ধার করা ১২টি চোরাই মোবাইল মালিকের কাছে হস্তান্তর করল পুলিশ