দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেছেন, দীর্ঘ সময় ধরে ওলামা দলের নেতৃবৃন্দ এদেশের ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, ও জনসচেতনতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমাদের আলেম সমাজ শুধু মসজিদ–মাদ্রাসায় নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামের আলো ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি গত শনিবার দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা ওলামা দল আয়োজিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা ওলামা দলের আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ জাবের হোসাইন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ফোরকান, ক্বারী আব্দুল করিম ছানুবী, নোমান ফারুকী, ক্বারী তৌহীদুল ইসলাম, ইসমাইল আশরাফী, মো. আবদুস সবুর, মুহিব্বুল্লাহ কাসেমী, হামিদুর রহমান, গফুর শাহ আনোয়ারি, নজরুল ইসলাম, ফোরকান নিজামী, মাওলানা হোসাইন, সোহেল ইকবাল, জয়নাল আবেদীন, গিয়াস উদ্দীন, শহিদুল ইসলাম, হাফেজ সেলিম উদ্দীন, মাওলানা জাফর, মাওলানা সায়েম, হাফেজ জমীর উদ্দীন, নুরুন্নবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।