আলু সরবরাহ না করায় আড়তদার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে

রেয়াজুদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির প্রতিবাদ সভা

| বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের তরিতরকারীর বৃহত্তর পাইকারী বাজার রেয়াজুদ্দিন বাজারের আড়তে সম্প্রতি মুন্সীগঞ্জের বেপারীরা আলু সরবরাহ না করায় রেয়াজুদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির এক প্রতিবাদ সভা গতকাল মঙ্গলবার দুপুরে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি রশিদ আহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শুধুমাত্র রেয়াজুদ্দিন বাজারকেন্দ্রিক ভোক্তা অধিকারের উপর্যুপরি অভিযানের ফলে মুন্সিগঞ্জের বেপারীরা রেয়াজুদ্দিন বাজারে আলু সরবরাহ বন্ধ রেখেছে। এতে আড়তদার ব্যবসায়ীদের ব্যবসা বন্ধের উপক্রম হওয়ায় আর্থিকভাবে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে তেমনি সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীরা বেকার হয়ে পড়েছে। বেপারীরা সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া মূল্যে মুন্সিগঞ্জের কোল্ড স্টোর থেকে আলু ক্রয় করতে না পারার কারণে আলু সরবরাহে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ কারণে বাজারে আলু সংকটের পাশাপাশি আড়তদার ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হচ্ছে।

সমিতির নেতৃবৃন্দ বলেন, এক শ্রেণির অসাধু মুনাফাখোর ব্যবসায়ী সরকারের নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করে মুন্সিগঞ্জের কোল্ড স্টোরে আলু মজুদ করে রেখেছে। ফলে বেপারীরা আলু সংগ্রহ করতে পারছে না। ভোক্তা অধিকারের অভিযান শুধুমাত্র রেয়াজউদ্দিন বাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে মধ্যম চাক্তাই, কামাল বাজার, পাহাড়তলী বাজার, স্টিল মিলস্‌ সহ চট্টগ্রামের অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করার আহ্বান জানিয়ে বলেন, এতে আলু সরবরাহ স্বাভাবিক হবে।

কারণ কতিপয় বেপারি রেয়াজুদ্দিন বাজারে আলু সরবরাহ না করে অধিক মুনাফার আশায় উল্লেখিত বাজারসমূহে আলু সরবরাহ করছে। তাই নেতৃবৃন্দ এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি মো. নাছির উদ্দিন, আবু তৈয়ব কালু, সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী, সহসাধারণ সম্পাদক মো. আজগর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস হোসেন, আবদুস সামাদ, মো. সেলিম মিন্টু, জাফর আহাম্মদ, মো. সাব্বির, আব্বাস উদ্দিন, সুমন পাল, লোকমান হাকিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসায় হু প্রধান
পরবর্তী নিবন্ধপেমেন্ট সার্ভিসেও রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা