‘আলী’ এবার যাচ্ছে স্পেনের উৎসবে

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:৩৩ অপরাহ্ণ

দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ এবার যাচ্ছে স্পেনের একটি উৎসবে। স্পেনের ভায়াদোলিদ ইন্টারন্যাশনাল ফিল্ম উইকসেমিনসি উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অফিসিয়াল বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। খবর বিডিনিউজের। খবরটি জানিয়ে সিনেমার অভিনেতা আল আমিন গ্লিটজকে বলেন, কান ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর স্পেনের এই উৎসবে নির্বাচিত হয়ে ‘আলী’ সিনেমা আরেকটি মাইলফলক স্পর্শ করল। এটা আমাদের জন্য আনন্দের। এই অর্জনগুলো আমাদের সবার পরিশ্রমের ফল। আমরা আশাবাদী সিনেমাটি আরও বহুদূর পথ হাঁটবে। ৭০তম এই উৎসবের আসর বসবে আগামী ২৪ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। ‘আলী’ চলচ্চিত্রের গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। কিন্তু আলী নারীকণ্ঠে গাইতে পারে! তার এই কণ্ঠ আড়াল করতে চেষ্টা করে আলীর মা। কিন্তু আলী শহরে পাড়ি দিয়ে নাম লেখাতে চান গানের প্রতিযোগিতায়। সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন।

পূর্ববর্তী নিবন্ধচূড়ান্ত হলো ২৫ জন পরিচালক
পরবর্তী নিবন্ধজীবনানন্দের সৃষ্টির অনুপ্রেণায় শহরতলীর ‘অপ্রলাপ’