আলী এন্টারপ্রাইজের পাঁচ এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

৬১ কোটি টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

আইএফআইসি ব্যাংকের ৬১ কোটি ৩ লাখ ৩১ হাজার ৬২৩ টাকা আত্মসাতের মামলায় মেসার্স আলী এন্টারপ্রাইজের পাঁচ এমডির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তারা হলেন মো. আলী, আব্দুল করিম, আলী ইমাম, বলকিজা খাতুন ও জেবুন্নেছা আকতার। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে ব্যাংক কর্তৃপক্ষ দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে।

আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১২ সালে ৬১ কোটি ৩ লাখ ৩১ হাজার ৬২৩ টাকা আত্মসাতের অভিযোগে আলী এন্টারপ্রাইজ ও এর পাঁচ এমডির বিরুদ্ধে মামলাটি দায়ের করে ব্যাংকটির আগ্রাবাদ শাখা। মূলত ঋণের টাকা পরিশোধ না করে যাতে দেশত্যাগ করতে না পারেন তার জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসমন্বয়ের মনোনয়ন না পেয়ে সেক্রেটারি পদে স্বতন্ত্র প্রার্থী কিশোর
পরবর্তী নিবন্ধস্বল্প খরচে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এখন চট্টগ্রাম এভারকেয়ারে