আলী আহমদ

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আব্দুল মালেক শাহ (ক.)’র মেঝ শাহজাদী ছৈয়দা রেহেনা আক্তারের মেঝ কন্যা শাহজাদী ছৈয়দা ঝিন্নুরাইন বেগমের স্বামী মোহরা মালেক মঞ্জিল নিবাসী আলী আহমদ গতকাল রোববার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজা আজ দুপুর ১১টায় চট্টগ্রাম দরবার শরীফের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মরহুমের অন্তিম ইচ্ছানুযায়ী তাকে দরবারের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আলী আহমদের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাহে ভাণ্ডার ত্বরিকার পীর আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা:জি:আ:)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমিনুল হক
পরবর্তী নিবন্ধশিল্পী আলাউদ্দিন তাহেরের মায়ের ইন্তেকাল