আলিয়ঁস ফ্রঁসেজে চলচ্চিত্র সম্পাদনা নিয়ে কর্মশালা

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১১ পূর্বাহ্ণ

দ্য ইনভিজিবল আর্ট অব স্টোরিটেলিং’ শীর্ষক চলচ্চিত্র সম্পাদনা পাঁচ দিনব্যাপী কর্মশালা গত সেপ্টেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে শুরু হয়েছে। কর্মশালা আয়োজন করে বিসুবো আর্ট অর্গানাইজেশন, সহযোগিতায় ছিল আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম এবং ফোরসাইট ইনোভেটিভ হাব, সিআইডিএফএফ। কর্মশালায় চলচ্চিত্র কাহিনিকে আরও আকর্ষণীয় করে তোলার পেছনের কৌশলগুলো অনুসন্ধান করা হয়।

কর্মশালা পরিচালনা করেন সালেহ সোবহান অনীম, যিনি উৎসব, তাকদীর, কাইজার, কারাগার, শটিকাপ, গুটি, প্রিয় মালতী, গুলমোহর, উনলোকিক, জাগো বাহে, ক্যাফে ডিজায়ার, ফরগেট মি নট চলচ্চিত্র ও ধারাবাহিকের সম্পাদক। তিনি নেটফ্লিক্স, হইচই, চরকি এবং আইফ্লিক্সের জন্যও কাজ করেছেন। এ কর্মশালায় মোট ১৬ জন অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল কম্পিটিশন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা