আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে বাংলাদেশে ভাষার পরিস্থিতি, বিশেষত যেকোনো পাঠদানের ক্ষেত্রে মাতৃভাষা বাংলার পাশাপাশি অন্য ভাষা ব্যবহার নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে। আলোচনাটি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম মিলনায়তনে।
এতে আলোচক থাকবেন অধ্যাপক ড. মাহবুবুল হক, ঘাসফুলের সভাপতি ড. মনজুরুল আমিন চৌধুরী, ডেইলি স্টারের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল ইসলাম, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ, জেলা প্রাইমারি শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল হক, রাঙ্গামাটির জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়ক জয় প্রকাশ ত্রিপুরা প্রমুখ। আলোচনার আগে আফ্রিকার প্রাথমিক শিক্ষায় পাঠদানে ভাষা পরিস্থিতির উপর একটি চলচ্চিত্র দেখানো হবে। প্রেস বিজ্ঞপ্তি।