চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী বলেছেন, ইসকন সদস্যরা প্রচলিত আইনের তোয়াক্কা না করে আদালত ভবনে হামলা চালিয়েছে। নিরীহ বিচারপ্রার্থী জনগণের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। কোর্ট হিল জামে মসজিদে ভাঙচুর করেছে। আইনজীবীদের চেম্বারে আক্রমণ করেছে। গাড়ি ভাঙচুর, দোকানপাটে হামলা ও লুটতরাজ করাসহ ত্রাস সৃষ্টি করেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। গতকাল বিকালে জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে আয়োজিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের শোক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের পক্ষে কোনো আইনজীবীকে মামলা পরিচালনা না করতে অনুরোধ করেন। সভায় সমিতির সাবেক এজিএস ও সাবেক মহানগর পিপি আবদুস ছাত্তারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিমের ঘোষণা দেন সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী। চিন্ময় কৃষ্ণ দাশের জামিন না–মঞ্জুরকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা তদন্ত করবে এ কমিটি বলে জানিয়েছেন তিনি। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সঞ্চালনায় ছিলেন সমিতির পাঠাগার সম্পাদক আহমেদ কবির (করিম)।
স্বাগত বক্তব্যে মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ২৬ নভেম্বরের দিন আদালত এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃক্সখলা বাহিনী নিরব ভূমিকা পালন করেছিল। এ কারণে হত্যাকাণ্ডসহ অন্যান্য ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়েছে। এ ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পুলিশ কমিশনারের নিকট দাবি জানান তিনি। সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি সালেহউদ্দিন হায়দার সিদ্দিকী, সিনিয়র সদস্য যথাক্রমে আবদুস ছাত্তার, তারিক আহমদ, ফৌজুল আমিন, সাজ্জাদুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফজলুল হক বাবুল, ফখরুদ্দীন চৌধুরী জাবেদ, মোহাম্মদ মঈনুদ্দীন, নাছিমা আক্তার চৌধুরী, নাসির উদ্দিন, অঞ্জন দে, সাঈদ আহমদ, কুতুব উদ্দিন, কানিজ কাউছার চৌধুরী, সেলিম উদ্দিন শাহিন, শওকত হোসেন, আনোয়ার হোসেন, মহিউদ্দিন ফাহাদ প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিাত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মো ফয়েজ উল্লাহ, মুহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ফারুক, মো. কামাল উদ্দিন, সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলমসহ বিপুল সংখ্যক আইনজীবী। শোক সভায় কোরআন তেলোয়াত করেন অ্যাড. আবদুল্লাহ আল গালিব, সভা শেষে শহীদ অ্যাড. সাইফুল ইসলাম আলিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন কোর্ট হিল জামে মসজিদের ইমাম গোলামুর রহমান তায়েফ।