করোনার নমুনা পরীক্ষায় এবার আলাদা আরটিপিসিআর ল্যাব বসানো হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এতদিন চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে এই নমুনা পরীক্ষা হয়ে আসছিল। তবে সম্প্রতি হাসপাতালে আলাদা আরটিপিসিআর ল্যাব স্থাপনে অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর। এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজাদীকে বলেন, হাসপাতালে আলাদা একটি আরটিপিসিআর ল্যাব স্থাপনে আমরা অনুমোদন পেয়েছি। এরইমধ্যে ল্যাব স্থাপনে আমরা স্থানও নির্ধারণ করেছি। নতুন আউটডোর (এন্সিলারি) ভবনের ৪র্থ তলায় হেমাটোলজি বিভাগের ল্যাবরেটরির স্থলে এই ল্যাব স্থাপন করা হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন এই আরটিপিসিআর ল্যাব স্থাপনের কাজ বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ। এরইমধ্যে তারা প্রাথমিক কাজও শুরু করেছে। তবে আরটিপিসিআর ল্যাব স্থাপনের কারণে হেমাটোলজি বিভাগের ল্যাবরেটরিকে সরিয়ে নেয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ল্যাবরেটরির কার্যক্রম ৬ তলার হেমাটোলজি বিভাগে স্থানান্তর করা হতে পারে। সেক্ষেত্রে ৬ তলায় বিদ্যমান গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগটি অন্যত্র সরিয়ে নেয়ার প্রয়োজন পড়বে।
যেহেতু আরটিপিসিআর ল্যাব স্থাপনের কারণে হেমাটোলজির ল্যাবরেটরি অন্যত্র সরিয়ে নেয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সেহেতু এই (হেমাটোলজির) ল্যাবরেটরির কার্যক্রম চালু রাখার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হাসপাতাল প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন হেমাটোলজির চিকিৎসকরা। সেবা যাতে বিঘ্নিত না হয়, ৬ তলায় বিদ্যমান গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগটি অন্যত্র সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।