আ’লা হযরত ছিলেন সুন্নী আকিদার অন্যতম দিশারি

বায়েজিদে যুব কাফেলার কনফারেন্সে বক্তারা

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৩৯ পূর্বাহ্ণ

আ’লা হযরত ইমাম আহমদ রেযা যুব কাফেলা বাংলাদেশ ও তরুণ কাফেলার ব্যবস্থাপনায় আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান ব্রেলভী (রহ.)’র ১০৪ তম ওফাত বার্ষিকী উপলক্ষে ছরকারে আ’লা হযরত কনফারেন্স নগরীর বায়েজিদ থানাস্থ উত্তর কুলগাঁও শহীদ উল্লাহ মার্কেট চত্বরে আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী। কনফারেন্স উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আলী আলকাদেরী। কনফারেন্সে বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কুরআনের তাৎপর্য ও গুরুত্ব এবং বিশুদ্ধ তাফসির কানযুল ইমান বিশ্ববাসীকে উপহার দিয়ে মুসলমানদের ইমান-আক্বিদা হেফাজত ও মজবুতি করেছেন ইমাম আহমদ রেযা (রহঃ)। এ অবদানে যুগে যুগে ইতিহাসে চির ভাস্বর হয়ে থাকবেন ইমাম আ’লা হযরত (রহঃ)। বক্তারা বলেন, আলা হয়রত ছিলেন সুন্নী আকিদার অন্যতম দিশারি। তিনি সুফীবাদের চচার্র মাধ্যমে মুসলমানদেরকে শান্তির পথে ইসলামের পথে দীক্ষিত করেছিলেন। এতে আলোচনায় অংশ নেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, মাওলানা হাফেজ ওসমান গনী কাদেরী রেজভি, মাওলানা সৈয়দ জালাল উদ্দীন আল-আযহারী, মাওলানা আবদুল আজিজ আনোয়ারী রজভী, মাওলানা ড. মুহাম্মদ আনোয়ার হোসাইন কাদেরী রজভী, মাওলানা আতাউর রহমান নঈমী, মাওলানা মুফতি মুখতার আহমদ রজভী, মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, মাওলানা এমদাদুল ইসলাম কাদেরী, মাওলানা, নেছারুল হক আলকাদেরী, সংগঠনের কর্মকর্তা হাফেজ তাওরীত রেজা, মাওলানা আবু দাউদ রেজা, হাফেজ রিয়াজ উদ্দীন কাদেরীর যৌথ সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শেখ আরিফুর রহমান কাদেরী, মাওলানা আবু নাছের তৈয়ব আলী, সমাজসেবী ওয়াহিদুল আলম বাবু, ইসহাক আজিম, মুহাম্মদ জসিম উদ্দীন, মহিউদ্দীম মাওলানা অলিউর রহমান কাদেরী রজভী, মাওলানা আলী আহমদ কাদেরী, হাফেজ ইসমাঈল, মাওলানা ইদ্রিস নেজামী, মাওলানা শাহজান কাদেরী, মাওলানা নিজাম উদ্দীন আলকাদেরী, এনামুল হক এনাম, বদিউল আলম রজভী। শুভেচ্ছা বক্তব্য দেন, সংগঠনের প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক শহর আলী।

পূর্ববর্তী নিবন্ধপূজা উদ্‌যাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধগোবিন্দ চৌধুরী