নগরীর আল–হেরা আইডিয়াল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও পাগড়ী প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার ফোর স্টার ক্লাব সদরঘাট রোডে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও শাহ নেওয়াজ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রধান উপদেষ্টা ও প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়েদ আবু নোমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার উপদেষ্টা প্রফেসর ড. মাওলানা মমতাজ উদ্দিন আল–কাদেরী, প্রফেসর ড. মাও. মোস্তাফা কামিল মাদানী, মুহাদ্দিস মাও. আহমদুর রহমান নদভী, হাফেজ মাও. আনোয়ারুল হক আযহারী প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ৩০নং ওয়ার্ড কমিশনার আতাউল্লাহ চৌধুরী ও সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন। প্রেস বিজ্ঞপ্তি।












