আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে (চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম) অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্কুলের তিনটি বিভাগ জুনিয়র, মিডল এবং সিনিয়র পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল প্রশাসনের চেয়ারম্যান নবাব সিরাজউদ্দৌলা, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ ড. মোহাম্মদ ইউসুফ, ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম, নাসির উদ্দিন, জিয়াউর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র ও সিনিয়র স্কুলের অধ্যক্ষ, সিনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ক্লাস হেড ও শিক্ষকমণ্ডলী। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি এবং অন্যান্য ইংরেজি মাধ্যম স্কুলের বিশিষ্ট অতিথিরা। ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, রিলে রেস, শটপুটসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। অনুষ্ঠানের শেষ পর্বে চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল, বিভাগীয় প্রধান, ক্লাস হেড ও বিশিষ্ট অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধতারা থাকলে আমি থাকবো না: বাটলার
পরবর্তী নিবন্ধখরণদ্বীপে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে মুন্সিপাড়া মেগাস্টার চ্যাম্পিয়ন