আল–হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত শনিবার সিটি গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়, মোরগ লড়াই, মার্বেল রান, রশি টানাটানি, হাই জাম্প, লং জাম্পসহ বিভিন্ন আকর্ষণীয় খেলায় শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল–হামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম।
প্রধান অতিথি ছিলেন কলেজিয়েট স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ। বিশেষ অতিথি ছিলেন আন–নাবিল ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা শোয়াইব রশিদ মক্কী এবং চট্টগ্রাম ইসলামি বিশ্ববিদ্যালয়ের লেকচারার মাওলানা ইমরানুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন আল–হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম এবং আন–নিসা একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কলামিস্ট নাজিম উদ্দিন এ্যানেল প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।











