‘আল সোলাইমান কাদেরী ছিলেন সুন্নিয়তের অতন্দ্র প্রহরী’

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

দক্ষিণ পতেঙ্গা মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার মাওলানা মহিউদ্দিন মুহাম্মদ সোলাইমান আলকাদেরীর (রহ.) ওফাত বার্ষিকী উপলক্ষে মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে এক আলোচনা ও দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র পরিষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইদরিস আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আলম। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এখলাছুর রহমান আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণত সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম রাশেদ, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মনিরুল হাসান, সহ সুপার মাওলানা শামসুর রহমান, ছাত্র পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মাওলানা মঈনুল হক রব্বানী, মাওলানা মুহাম্মদ রিয়াজুল করিম, মাদরাসা শিক্ষক মাওলানা তাওহিদুল্লাহ আনোয়ারী, ছাত্র পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ মাসউদ আলম আলকাদেরী, মাওলানা কারী সাইফুল আলম, মাওলানা রাকিব হোসেন, শামশু, নুর হোসেন, সোহাইল পারভেজ সোহেল, মিনহাজুল আবেদীন মারুফ, আমিনুল ইসলাম সাকিব, হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন আলকাদেরী, জয়নাল আবেদিন তুষার। সভায় বক্তারা বলেন, আল্লামা সৈয়দ সোলাইমান আলকাদেরী (রহ.) ছিলেন সুন্নিয়তের অতন্দ্র প্রহরী। তাঁর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করলে দুনিয়া ও আখেরাতে কামিয়াবী হাসিল করা যাবে।

মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসা পরিচালনা পরিষদ : মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার আল্লামা মহিউদ্দিন মুহাম্মদ সোলাইমান আল-কাদেরীর ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা গত ২৯ আগস্ট মাদরাসা প্রাঙ্গনে ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহাম্মদ শামসুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ এখলাছুর রহমানের সঞ্চালনায় সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল- পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে তাহলীল, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ নুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আইয়ুব আলী, মুহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ ইদ্রিস আলম, মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ আলমগীর। পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাত করেন মাইজপাড়া কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবু ইউছুফ তাহেরী আলকাদেরী। মাহফিল শেষে সকল শিক্ষক ও ছাত্ররা কবর যিয়ারত করেন। যিয়ারতের শেষে অত্র মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য ও শিক্ষানুরাগী শিক্ষক মাওলানা মুহাম্মদ মুনিরুল হাছান আলকাদেরীর মোনাজাতের মাধ্যমে স্মরণ সভার সমাপ্তি হয়।

পূর্ববর্তী নিবন্ধসরাইপাড়া ওয়ার্ডে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের খাবার বিতরণ