আল-আকসায় ইসরায়েলি তাণ্ডব দেড় শতাধিক ফিলিস্তিনি আহত

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল শুক্রবারের হামলায় আহত হয়েছেন দেড় শতাধিক ফিলিস্তিনি। পবিত্র রমজান মাসে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ভোরে আল আকসায় শত শত ফিলিস্তিনি নামাজ পড়তে জড়ো হন। ওই সময় ইসরায়েলি বাহিনীও সেখানে উপস্থিত ছিল। কিছু বুঝে উঠার আগেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।
এক ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের দিকে টিয়ার শেল, গ্রেনেড ছুড়ে। জবাবে ইট পাটকেল নিক্ষেপ করে ফিলিস্তিনিরা। এ সময় আল আকসাসহ আশপাশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের জরুরি বিভাগ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাদের ছোড়া রাবার বুলেটে এক প্রহরীর চোখে আঘাত লাগে। আল আকসার মসজিদের বাইরে অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফিলিস্তিনি মিডিয়াগুলো বলেছে, সংঘর্ষের কারণে আল-আকসার কমপাউন্ডে আটকা পড়েছেন অনেকে।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রধানমন্ত্রী শাহবাজকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
পরবর্তী নিবন্ধইউক্রেনীয় তরুণী-রুশ তরুণের বিয়ে