আর্য্য সঙ্গীতের প্রতিষ্ঠাবার্ষিকী

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান আর্য্য সঙ্গীত সমিতির সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠের ১১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান ও জন্মাষ্ঠমীর পূজানুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর্য্য সঙ্গীত ভবনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা পর্বটি অনুষ্ঠিত হয় অধ্যক্ষ তরুণ কুমার দাশের সভাপতিত্বে। এতে বক্তারা বলেন, আর্য্য সঙ্গীত সমিতি সুদীর্ঘ ১১০ বছর ধরে শাস্ত্রীয় সঙ্গীতের বিকাশ ও অনিন্দ্যসুন্দর পরিপূর্ণতার মাধ্যমে শুদ্ধ সঙ্গীত জগতের ঐতিহ্য ও চেতনাকে সম্মুন্নত রাখতে অবদান রেখে চলেছে। বক্তারা বলেন, ছাত্রছাত্রীদের স্মরণে লালন করা দরকার যে, শাস্ত্রীয় সঙ্গীতই সঙ্গীতের মূল উপাদান ও ভিত্তি। অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন অধ্যক্ষ তরুণ কুমার দাশ। বক্তব্য রাখেন আর্য্য সঙ্গীত পরিচালনা পর্ষদের সিনিয়র সহসভাপতি শিল্পী সুজিত ভট্টাচার্য দোলন, উপাধ্যক্ষ ও সহসভাপতি মৃনালিনী চক্রবর্ত্তী, সম্পাদক শিল্পী রফিকুল ইসলাম, সহসভাপতি আজগর আলী, শিক্ষক প্রদীপ দাশ, তবলা শিক্ষক ও কার্যকরী সদস্য সুদীপ সেনগুপ্ত, অর্থ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য্য, সহসম্পাদক কল্যান কান্তি নাথ আশীষ, সদস্য লিটন দাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিক্ষক অরুন ভদ্র। আর্য্য সঙ্গীতের শিক্ষার্থীদের অংশগ্রহণে অর্কেস্ট্রা, সমবেত তবলা লহরা ও উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশিত হয় এবং অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবারের মত চট্টগ্রামে রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধসংগীত জীবনের ৫০ বছরে গাইবেন নকীব খান