আর্মি স্টেডিয়ামে বরাদ্দ বাতিল, অনিশ্চয়তায় ফোক ফেস্ট

| বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

পাঁচ বছরের বিরতি ভেঙে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ফের অনিশ্চয়তায় ডুবল। এই আয়োজনটির জন্য ভেন্যু বরাদ্দ দিয়েও তা বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। ভেন্যু বাতিলের ঘটনায় লোকসংগীতের এই আসর কবে হতে পারে সে বিষয়ে এখনই কোনো দিনক্ষণ নির্ধারণ করতে পারছে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস।

আসছে বছরের জানুয়ারিতে তিনদিনব্যাপী এই লোকসংগীতের উৎসবের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিল সান কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গতকাল বলেন, আমাদেরকে যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, অনিবার্য কারণ উল্লেখ করে তা বাতিল করা হয়েছে। খবর বিডিনিউজের।

গত অক্টোবরে তানভীর বলেছিলেন, তারা ফোক ফেস্ট আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এবং ভেন্যুও হিসেবে আর্মি স্টেডিয়ামও বরাদ্দ পেয়েছেন তারা। সে সময় বলা হয়েছিল জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে।

এখন আয়োজকদের পরিকল্পনা কী প্রশ্নে তানভীর বলেন, পরিস্থিতি অনুকূলে এলে আমরা আবারও চেষ্টা করব। তবে সামনে রোজা এবং ঈদ আছে। এগুলো বিবেচনায় রেখেই হয়তো চিন্তা করা হবে। আমরা তো আয়োজনটি করতেই চাই। তবে কবে করতে পারব বলা যাচ্ছে না।

২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ লোকসংগীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। তবে কোভিড মহামারী শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে এই আয়োজন। বাংলা লোকগানের সুরসুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এরই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে উৎসবটি। এই উৎসবে বাংলাদেশের লোকগানের শিল্পীদের পাশাপাশি গান করেন বিভিন্ন দেশের একাধিক কণ্ঠশিল্পী।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সব মানুষের মত খুশি লিটনও
পরবর্তী নিবন্ধমঞ্চে আসছে ‘দ্য ম্যান আউটসাইড’