ভারতের কেরালা রাজ্যে নিখোঁজ দুই নারীর সন্ধান করতে গিয়ে পুলিশের সামনে এসেছে মানব বলির মতো নারকীয় ঘটনা। দুই নারীকে বলি দেওয়া হয়েছে বলে কেরালার পুলিশ জানতে পেরেছে। কেরালার দুটি ভিন্ন জায়গা কোচি ও কালাডি থেকে পদ্মা (৫২) ও রোজলি (৪৯) নামের এই দুই নারী নিখোঁজ হয়েছিলেন। চলতি বছরের সেপ্টেম্বর ও জুন মাসে তারা নিখোঁজ হন। অনুসন্ধান চালাতে গিয়ে মঙ্গলবার পুলিশ দুই নারীর দেহাবশেষ খুঁজে পেয়েছে। খবর বিডিনিউজের।
কেরালার এক দম্পতি ধন-সম্পত্তি লাভের আশায় আচার-অনুষ্ঠান পালনে তাদেরকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। দম্পতির সঙ্গে আরও একজন ছিল বলে জানিয়েছে পুলিশ। তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। বলির শিকার নারীরা লটারি বিক্রি করে সংসার চালাতেন। তাদেরকে হত্যায় অভিযুক্ত দম্পতির নাম ভগওয়াল সিং ও লায়লা সিং। আর তৃতীয়জন হচ্ছে, মোহাম্মদ শফি নামের এক জাদুবিদ্যা অনুশীলনকারী। গতকাল বুধবার তিন অভিযুক্তকে কোচি আদালত তিন সপ্তাহের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বলে জানিয়েছে বিবিসি। কোচি পুলিশের জেরায় অভিযুক্ত দম্পতি অপরাধও স্বীকার করেছে। তারা বলেছে, মৃতদের দেহ তাদের বাড়িতেই পুঁতে দেওয়া হয়েছিল। পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করেছে।
অভিযুক্ত শফি প্রথমে ভগওয়াল দম্পতিকে অর্থ লাভের লোভ দেখায় এবং মানব বলি দিলে আর্থিক স্বচ্ছলতা আসবে বলে প্রলোভন দেখায়। আর এই প্রলোভনেই দম্পতি পা দেন বলে ভাষ্য পুলিশের। দুই নারীকে শিরশ্ছেদ করে হত্যা করার পর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয় বলে পুলিশ জানিয়েছে।