আর্থ-সামাজিক উন্নয়নে ইমামদের আরও ভূমিকা রাখতে হবে

সনদ বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন, ইমামগণ সমাজে আদর্শ স্থানীয় ব্যক্তি। ধর্ম ভীরুতা, নৈতিকতা ও আদর্শ ধর্মীয় দিক নির্দেশনার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও ইমামরা যথেষ্ট ভূমিকা রাখছেন। গতকাল সোমবার ইমাম প্রশিক্ষণ একাডেমী চট্টগ্রামের পাহাড়তলীতে ১০৬৪ তম দলের ইমামদের ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণোত্তর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, সমাজে বাল্য বিবাহ রোধ, যৌতুক নিরসন, মাদকাসক্তি নির্মূল, সন্ত্রাস দমন ইত্যাদিতে ইমামদের ভূমিকা প্রশংসনীয়। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা রাখার জন্য তিনি ইমামদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ ইদ্রিছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. তৌহিদুল আনোয়ার, স্বাগত বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান প্রশিক্ষক ড. মো. সুলতান মাহমুদ ভূঁঞা। ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির অগ্রগতি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১০০ গরু নিয়ে সিলেটের মানুষের পাশে দাঁড়াচ্ছেন ফারাজ করিম
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ১০ কোটি টাকা প্রদান