আর্তমানবতার সেবায় কাজ করছে ছালেহ্‌ জহুর ওয়াজেদী ফাউন্ডেশন

দুস্থদের মাঝে অর্থ সহায়তা প্রদানে ইয়াছিন মাহমুদ ওয়াজেদী

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

অক্সিজেন নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র দরবার শরীফ প্রাঙ্গণে হযরত মুহাম্মদ মোস্তফা (.)’র আগমনের ১৫০০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে গরিব, অসহায়, দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র দরবারের সাজ্জাদানশীন আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী ওয়াজেদী। গত ১৯ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিউদ্দিন জহুর, মুহাম্মদ সাইফুদ্দিন জহুর, মঈনুদ্দিন জহুর, সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, এস.এম রিদওয়ান প্রমুখ।শাহসুফী ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদী বলেন, দুস্থ মানুষের পাশে দাড়াঁনো ও সেবায় নিজেকে নিয়োজিত রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তিনি এ লক্ষ্যে বিত্তবানদের গরিব, দু:খীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএসসির বহরে যোগ হচ্ছে ‘বাংলার প্রগতি’, ‘বাংলার নবযাত্রা’
পরবর্তী নিবন্ধরাশিয়ায় জলবায়ু সংক্রান্ত অলিম্পিয়াডে তাসিনের স্বর্ণপদক জয়