নগরীর বায়েজিদ থানাধীন আর্ট অফ ৯৪ এর উদ্যোগে আয়োজিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট (সিজন–২) সমবায় আবাসিক এলাকার খেলার মাঠে গত ২২ মার্চ সম্পন্ন হয়। ফাইনাল খেলায় ইউনুস স্মৃতি মেমোরিয়াল ক্রিকেট দল ২৯ রানে মনসা তরুণ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে জাহিদ হাছান ম্যান অব দ্যা টুর্নামেন্ট, রুমি খাঁন ম্যান অব দ্যা ফাইনাল, শাফায়েত হোসেন রিয়াদ সেরা ব্যাটার এবং পল্লব সেরা বোলার নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সি.এম.ইন পরিচালক মোহাম্মদ সেলিম, বাংলাদেশ ইসলামী ব্যাংক ইনচার্জ এ.এস.এম জাহেদ উল্লাহ, তাসফিয়া ট্রেডিং পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, এ.এম.এ পাওয়ার ইঞ্জিনিয়ারিং পরিচালক মোহাম্মদ আরমান। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ, মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সজিব বড়ুয়া, আহম্মেদ আল হাসান জুয়েল এবং আলকোন রাকিব। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন।