কলম্বিয়ার পর আর্জেন্টিনাও এখন আর কোপা আমেরিকার আয়োজক নয়। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) জানায়, শতবর্ষী এই টুর্নামেন্টের এবারের আসর হচ্ছে না আর্জেন্টিনায়। কোন পরিস্থিতির কারণে আর্জেন্টিনায় টুর্নামেন্ট হচ্ছে না, সেটি জানায়নি কনমেবল।
তবে আর্জেন্টিনায় কোভিডের সংক্রমণ সমপ্রতি ঊর্ধ্বমুখী থাকায় একটা শঙ্কা ছিল।