আর্জেন্টিনা-ফ্রান্স যেভাবে ফাইনালে

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ

আর্জেন্টিনা এবং ফ্রান্স দু’দলই দুইবার করে বিশ্বকাপ জিতেছে। দু’দলের সামনেই এখন তৃতীয় শিরোপা জয়ের হাতছানি। যদিও ফ্রান্সের দুটি ট্রফি একেবারেই সাম্প্রতিক সময়ের। একটি গত আসরের। অন্যটি অবশ্য ১৯৯৮ সালের। আর্জেন্টিনার ট্রফি দুটি অবশ্য বেশ পুরানো। যার সবশেষটি জিতে তারা ১৯৮৬ সালে। তার আগেরটা ১৯৭৮ সালে। বিশ্বকাপে সবচাইতে বেশি ট্রফি ব্রাজিলের। তারা জিতেছে পাঁচবার। চারবার করে জিতেছে ইতালি এবং জার্মানি। তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ এখন আর্জেন্টিনা এবং ফ্রান্সের সামনে। আজ রোববার নিশ্চিত হয়ে যাবে কার ঘরে যাচ্ছে এবারের বিশ্বকাপের শিরোপা। আর্জেন্টিনা নাকি ফ্রান্স। এবারের ফাইনাল যারা জিততে তারা চলে যাবে ইতালি এবং জার্মানির কাছাকাছি। লুসাইল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে অবতীর্ন হওয়ার আগে এই দুই দল কিভাবে ফাইনাল পর্যন্ত গেল সেটাই দেখে নেওয়া যাক।

গ্রুপ পর্ব: গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যায় ২-১ গোলে। পরের দুই ম্যাচে মেঙিকো ও পোল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়ে নকআউটের টিকেট পায় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপরদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফ্রান্স ৪-১ গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করে। দ্বিতীয় ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করে ফরাসিরা। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচে তিউনিমিয়ার কাছে ০-১ গোলে হেরে যায় ফ্রান্স। তারপরও তারা গ্রুপ সেরা হয়ে যায় নক আউট পর্বে।

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। আর শেষ ষোলোর ম্যাচে ফ্রান্স ৩-১ গোলে পরাজিত করে পোল্যান্ডকে। এরপর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পড়ে নেদারল্যান্ডসের সামনে। শেষ চারে ওঠার সে লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত সময়ে অনেকটা সময় এগিয়ে ছিল আর্জেন্টিনা। শেষ দিকে দুই গোল করে ২-২ সমতা আনে ডাচরা। অতিরিক্ত সময়েও ২-২ স্কোরলাইন একই থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে ৪-৩ ব্যবধানে জিতে লিওনেল স্কালোনির দল চলে যায় সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল দুর্দান্ত ইংল্যান্ড। ইউরোপ সেরা এই দুই দলের লড়াইয়ে অবশ্য জয়টা ফ্রান্সেরই। ২-১ গোলে হেরি কেইনের ইংল্যান্ডকে পরাজিত করে শেষ চারের টিকিট পেয়ে যায় গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স।

এরপর সেমিফাইনালের আগুন লড়াই। যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ গত আসরের রানার আপ ক্রোয়েশিয়া। আর ফ্রান্সের সামনে এবারের বিশ্বকাপের সবচাইতে বড় চমক মরক্কো। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে আসরে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেয় আর্জেন্টিনা। গতবারের রানার্স আপদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নেয় আর্জেন্টিনা। অপরদিকে ফ্রান্স দুর্দান্ত খেলে হারায় মরক্কোকে। আফ্রিকার দলটিকে ২-০ গোলে হারায় এমবাপেরা। ফলে জায়গা করে নেয় ফাইনালে।

টানা দুই বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়ে ব্রাজিলের পর রেকর্ড গড়ে ফ্রান্স। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ৫টি করে গোল করেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এখন ফাইনালে যে গোল করতে পারবে তার হাতে উঠবে বিশ্বকাপের গোল্ডেন বুট। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিওনেল মেসি।

পূর্ববর্তী নিবন্ধগতবারের রানার্স-আপ এবার তৃতীয়
পরবর্তী নিবন্ধমেসি বললেন ‘আমি প্রস্তুত’