আর্চারিতে দক্ষিণ কোরিয়ার জয়জয়কার

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

টোকিও অলিম্পিকের আর্চারিতে এ পর্যন্ত তিন ইভেন্টের সোনার নিষ্পত্তি হয়েছে। তিনটিই জিতেছে দক্ষিণ কোরিয়া। মিশ্র দলগত ও মেয়েদের দলগত ইভেন্টের পর পুরুষ দলগত বিভাগেও সেরা হয়েছে দেশটির আর্চাররা। সোমবার চাইনিজ তাইপেকে পুরুষ দলগত বিভাগের ফাইনালে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে সোনার হাসি হাসে দক্ষিণ কোরিয়া। এই বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে স্বাগতিক জাপান। আগের দিন আর্চারির মেয়েদের দলগত ইভেন্টে রাশিয়াকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে সোনা জিতে নেয় দক্ষিণ কোরিয়া।

পূর্ববর্তী নিবন্ধরিওতে সোনা টোকিওতে রুপা
পরবর্তী নিবন্ধসাধনপুর ফুটবল প্রিমিয়ার লিগ সম্পন্ন