আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে করোনার টিকাদান কর্মসূচি

| শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৯:১৮ পূর্বাহ্ণ

সম্প্রতি দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে আবারও সতর্ক থাকতে বলা হয়েছে। এমতাবস্থায় নগরীর দক্ষিণ খুলশীস্থ মাদক আসক্ত নিরাময় কেন্দ্র ‘আর্কে’ চিকিৎসাধীন ও সুস্থতাপ্রাপ্তদের নিয়ে চতুর্থবারের মতো আয়োজন করলো করোনার টিকাদান কর্মসূচি। সর্বোমোট ৪২ জন টিকা গ্রহণ করে এবারের আয়োজনে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উৎসাহে এবং চট্টগ্রামের সিভিল সার্জনের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। উল্লেখ্য, দেশের পুনর্বাসন কেন্দ্রগুলোর মধ্যে সর্বপ্রথম আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রই করোনার টিকা কার্যক্রম শুরু করেছিলো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি মানুষকে কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে হবে
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র, গুলি উদ্ধার