নগরীর তিনটি স্পটে অভিযান চালিয়ে ২৮ মামলায় সাড়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। গতকাল মঙ্গলবার এসব অভিযান চালানো হয়।
বিআরটিএ সূত্রে জানা গেছে, গতকাল টেঙটাইল মোড়ে অভিযান চালিয়ে ৭ মামলায় ৭ হাজার টাকা জরিমানা করেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী। সিটি গেইট এলাকায় অভিযান চালান বিআরটিএ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ। তিনি ৬ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করেন আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান। তিনি ১৫ মামলায় ২০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।