আরো বেশি সতর্কতা চাই

ডা. নাহিদা খানম | শনিবার , ২২ মে, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

গতবারে ঈদ থেকে এবারের ঈদ অবধি এই সময়টা আমাদের মানব জীবনের একটা কঠিন সময় ছিলো। যদিও এখনো আমরা শঙ্কা মুক্ত হতে পারিনি। তারপরও সবাই জীবন চলার নিয়মে সবকিছু মেনে নিয়ে ঈদ পালন করেছি। গত সময়ের স্বজন হারার যন্ত্রণা ভুলে, কর্মজীবন এর লোকসান ভুলে, ছাত্র জীবনের পিছিয়ে যাওয়া ভুলে মানুষ আবারও আশায় হাল ধরার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এটা কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না, বিপদ এখনো রয়ে গেছে বরং আরো দ্বিগুণ গতিতে আসছে। যতটুকু সতর্কতা আগে পালন করেছেন, তার থেকে আরেকটু বেশি করতে হবে, তাতেই কেবল পরিত্রাণ পাওয়া যেতে পারে। নিজ জায়গা থেকে ধনী-গরিব সকলে করোনাকালীন নিয়ম মেনে চলতে হবে। রোগ ছড়ায় কিভাবে সেটা যেহেতু জানা, তার থেকে বেঁচে চলা কঠিন নয়। আপনি ও আপনার পরিবার সকল নিয়ম মেনে চলুন, তাহলে আপনার পরিবারের সুরক্ষা নিশ্চিত। যিনি কাজের প্রয়োজনে জনসমাগমে যান তিনি নিজের সুস্থতা খেয়াল করুন, সঙ্গে পরিবারের কথা মাথায় রেখে রোগ প্রতিরোধ করার সকল ব্যবস্থা মেনে চলুন। কারণ গত বছর আমরা দেখেছি, পরিবারের অনেক বয়োজ্যেষ্ঠ এবং মহিলারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, যারা ঘর থেকে বের হন নি। যিনি ঘর থেকে বের হয়েছিলেন সেই আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছে, কিন্তু পরিবারের অন্যান্য সকলকে সংক্রমণ করেছিলেন। তাই এ ধরনের দুঃখজনক ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেদিকে সকলে নজর দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচেয়ো না, দাও
পরবর্তী নিবন্ধসমাজে-রাজনীতিতে অবক্ষয় যেন জেঁকে বসেছে আজ