আরো দুই নারীর মৃতদেহ উদ্ধার

নাফ নদীতে নৌকা ডুবি

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

টেকনাফে নাফনদী থেকে আরো দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার হ্নীলার আলীখালী সৌর বিদ্যুৎ প্রকল্পের পূর্ব পাশ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ফলে গত তিনদিনে নাফ নদী থেকে মৃতদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। এর মধ্যে একজন হলো টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের পল্লী চিকিৎসক ডা. আরিফের মেয়ে সাজু। রাতে এ রিপোর্ট লেখার সময় (রাত সোয়া ৯ টা) নিহত সাজুর মৃতদেহ গ্রহণ করতে কক্সবাজার জেলা সদর মর্গে রওয়ানা দিয়েছেন তার পিতা ডা. আরিফ।
জানা যায়, গতকাল সোমবার দুপুরের দিকে টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ দল লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
উল্লেখ্য, গত শনিবার দুপুর দেড়টার দিকে টেকনাফ মডেল থানা ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির বিশেষ দল হ্নীলা মৌলভী বাজার সীমান্ত পয়েন্ট থেকে বেড়িবাঁধের পাশে পানিতে ভাসমান অবস্থায় কুতুপালং ক্যাম্পের আব্দুস সালামের মেয়ে সমজিদা (৩৫) এবং তার দু্‌ই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে। পরের দিন রোববার হ্নীলার নাফনদী সীমান্ত দিয়ে এক অজ্ঞাত কিশোরী এবং গতকাল দুপুরে আরো দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, হ্নীলায় সাবেক চেয়ারম্যান মরহুম আনোয়ার প্রজেক্টের দক্ষিণ-পূর্ব পাশে নাফনদী থেকে দুই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমামলা করতে বাদীর এনআইডি নম্বর দিতে হবে : হাই কোর্ট
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় রোহিঙ্গাসহ নিহত ২ আহত ৫