আরেক আসামি গ্রেপ্তার, বাসায় অভিযানে পিস্তল উদ্ধার

চন্দনপুরায় ডাবল মার্ডার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ মে, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

নগরীর চন্দনপুরা এলাকার ডাবল মার্ডার মামলার তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান প্রকাশ হাসান। পুলিশের ভাষ্য অনুযায়ী, হাসান ডাবল মার্ডার ঘটনার নেতৃত্বে ছিলেন। গত শুক্রবার রাতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে চট্টগ্রামে আনা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন আজাদীকে বলেন, চট্টগ্রামে নিয়ে আসার পর হাসানকে নিয়ে বায়েজিদ থানাধীন পশ্চিম শহীদ নগরের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে তার দেখানো অনুযায়ী দুটি ম্যাগজিন, দুটি গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। আমাদের ধারণা, বিদেশি পিস্তলটি ডাবল মার্ডার মামলায় ব্যবহার করা হয়েছিল। পরীক্ষা করলে প্রকৃত বিষয়টি জানা যাবে।

গত ৩০ মার্চ গভীর রাতে নগরীর বাকলিয়ার চন্দনপুরা এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে গুলি করে দুই যুবক খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ। এ ঘটনায় নিহত বখতিয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাতজকে আসামি করা হয়। বর্তমানে কারাগারে থাকা সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে ১ নম্বর আসামি করা হয়। তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে ২ নম্বর আসামি করা হয়। আর তিন নম্বর আসামি হচ্ছেন গতকালের গ্রেপ্তারকৃত হাসান।

পূর্ববর্তী নিবন্ধজাল নোটসহ চক্রের ৩ সদস্য আটক
পরবর্তী নিবন্ধহালদায় মা মাছের আনাগোনা,বজ্র-বৃষ্টিসহ ঢলের অপেক্ষা