আরামিট সিমেন্টের বার্ষিক সাধারণ সভা

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১২:২৯ অপরাহ্ণ

আরামিট সিমেন্ট লিমিটেডের ২৪ তম বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ভার্চুয়াল ফ্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম আলমগীর চেীধুরী সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে পরিচালক শুক্লা দাশ, আব্দুল কুদ্দুস, খোরশেদুল আলম এবং স্বাধীন পরিচালক ওয়ারেছুুজ্জামান চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব সৈয়দ কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা শাহ আলম সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার। সভায় শেয়ারহোল্ডারদের জানানো হয়, কোম্পানি ২০১৯-২০ সালে সমাপ্ত বছরে ৩২৭,১৬৪ মে. টন সিমেন্ট বিক্রয় করেছে যার নিট মূল্য ১৯৩২.০৮ মিলিয়ন টাকা। কোম্পানি উক্ত বছরে মোট ৪০,৪১৮ মে. টন সিমেন্ট রপ্তানি করেছে এবং জাতীয় কোষাগারে আমদানী শুল্ক, আয়কর ও মূল্য সংযোজন কর বাবদ ৪৩০.৩৯ মিলিয়ন টাকা জমা করেছে। কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা, শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব প্রদান করেন। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ২০১৯-২০ সালে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী সহ নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালক মন্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অস্ত্রসহ যুবক আটক