চট্টগ্রামে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরামিট লিমিটেড ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ৫০% হারে চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার কোম্পানির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক এস এম আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্র্মে অনুষ্ঠিত ৪৯তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদিত হয়। এতে অন্যদের মধ্যে পরিচালক খোরশেদুল আলম, জ্যোৎস্না বিকাশ চাকমা, সুধাংশু কুমার ঘোষ, মো. শরিকুল আনাম এবং স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান (অডিট কমিটি এবং নোমিনেশন ও রিমিউনারেশন কমিটি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার সভায় উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব সৈয়দ কামরুজ্জামান সভায় বক্তব্য রাখেন। এছাড়া বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় সংযুক্ত ছিলেন।
শেয়ারহোল্ডাররা সভায় অবহিত হন যে, কোম্পানি ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থ বছরে ২৭.২৪২ মিলিয়ন টাকা আয়কর পূর্ব নিট মুনাফা এবং ২০.১৫৩ মিলিয়ন টাকা আয়কর পরবর্তী নিট মুনাফা অর্জন করে। কোম্পানি উক্ত সময়ে জাতীয় কোষাগারে আমদানি শুল্ক, আয়কর ও মূল্য সংযোজন কর বাবদ মোট ১৫৬.০৩ মিলিয়ন টাকা প্রদান করেছে। প্রেস বিজ্ঞপ্তি।