আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৯:১০ পূর্বাহ্ণ

চলতি মাসে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। তবে সামপ্রতিক সময়ে ভারতপাকিস্তান উত্তেজনার কারণে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে আসন্ন এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টিটোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে লিটন দাসের দল। গতকাল বুধবার দুই ভাগে বিভক্ত হয়ে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম দফায় সকাল দশটার বিমান ধরেছেন ক্রিকেটাররা। এরপর দলের বাকি সদস্যরা সন্ধ্যা সাতটায় দেশ ছেড়েছেন। প্রথম বহরে গেছেন ১০ ক্রিকেটার। আর দ্বিতীয় দফায় গেছেন অধিনায়ক লিটন দাসসহ ৬ ক্রিকেটার। আরব আমিরাত সফরে গেলেও আইপিএলে ডাক পাওয়া মোস্তাফিজ সব ম্যাচ খেলবেন কি না তা নিয়ে অনেকটাই ধোয়াশা তৈরি হয়েছে। তবে বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, মোস্তাফিজ এখনো পর্যন্ত আইপিএলে খেলার জন্য ছাড়পত্র (এনওসি) চেয়ে আবেদন করেননি বোর্ডে। সূচি অনুযায়ী ম্যাচ রয়েছে আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্থানীয় সময় রাত নয়টায় হবে ম্যাচ দুটি। এদিকে আইপিএলে মোস্তাফিজের দিল্লির ম্যাচ আছে আগামী ১৮ মে।

পূর্ববর্তী নিবন্ধকোয়ালিটি ও ব্রাদার্স একাডেমির জয়
পরবর্তী নিবন্ধআব্দুস সোবহান ফুটবল একাডেমি ফাইনালে প্রটেস্ট করেছে আনোয়ারা একাডেমি