প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারের পর গতকাল কার্তিক মেয়াপ্পনের হ্যাটট্রিকে আরব আমিরাতের বিপক্ষেও বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। তবে সেই বিপদ সামলে ১৫২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় দাসুন শানাকার দল। এরপর বোলিংয়ে নেমে রীতিমত দুমড়ে-মুচড়ে দেয় আরব আমিরাতকে। লঙ্কান বোলিং তোপের মুখে পড়ে ৩ ওভার বাকি থাকতে ৭৩ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত।
আর শ্রীলঙ্কা পেয়েছে ৭৯ রানের বিশাল জয়। এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো লঙ্কানদের। তবে তার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হবে আর চোখ রাখতে হবে রানরেটের দিকে।
শ্রীলংকা শুরুটা বেশ ভালই করেছিল। ওপেনার পাথুম নিশাঙ্কা খেলেন ৭৬ রানের ইনিংস। ৩৩ করেন ধনঞ্জয়া ডি সিলভা। আরেক ওপেনার কুশল মেন্ডিস করেন ১৩ বলে ১৮ রান। কিন্তু এরপর মেয়াপ্পনের বোলিং এর সামনে খেই হারিয়ে ফেলে লংকানরা। একটা সময় ১২০ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল লঙ্কানরা। তবে সেখান থেকে পাথুম নিশাঙ্কাই দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে গেছেন। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন মেয়াপ্পন ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। ১৫৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আরব আমিরাত।