আরটিপিসিআর ল্যাব স্থাপনের প্রক্রিয়া শুরু

চট্টগ্রাম বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বিদেশগামীদের করোনা পরীক্ষার সুবিধার্থে চট্টগ্রাম শাহ আমানত বিমনাবন্দরেও আরটিপিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত হয়েছে আগেই। সিদ্ধান্তের পর ল্যাব স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে বিমানবন্দরে ল্যাব স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল। বিআইটিআইডির ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ ও বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাবেদসহ অন্যান্যরা প্রতিনিধি দলে ছিলেন। এ সময় বিমানবন্দরে নমুনা সংগ্রহ বুথ, অপেক্ষাগার ও ল্যাব স্থাপনের জন্য সম্ভাব্য স্থান ঘুরে দেখেন তারা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী আজাদীকে বলেন, আমরা সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেছি। কয়েকদিনের মধ্যেই পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন আমরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয়ের দপ্তরে জমা দিবো। তবে ঢাকা থেকেই সবকিছু চূড়ান্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর ভাইকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধভোটকেন্দ্র পরিবর্তন বিষয়ে রিটের শুনানি আজ