এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পদকের সম্ভবনা জাগিয়ে তুলেছেন কুলসুম আক্তার মনি। কম্পাউন্ড নারী এককের সেমি–ফাইনালে উঠেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আরচ্যার। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার তিনি মুখোমুখি হবেন ভারতের প্রদীপ প্রিথিকার। কুলসুম আক্তার ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫–১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখাকে ১৪২–১৪০ ব্যবধানে হারান। কোয়ার্টার–ফাইনালে কুলসুম কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার বিপক্ষে জিতেন ১৪৬–১৪৪ পয়েন্টে।










