আরচ্যারী লিগ ১৩ জুন শুরু

| মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

সিজেকেএস আরচ্যারী লিগ আগামী ১৩ জুন সিজেকেএস জিমন্যাশিয়ামে শুরু হবে। উক্ত লিগে ব্যক্তিগত পুরুষ ও মহিলা, দলীয় পুরুষ ও মহিলা, এবং মিশ্র ইভেন্ট সমূহ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী সকল দলকে সিজেকেএস কার্যালয় হতে অফিস চলাকালীন সময়ে লিগের খেলোয়াড় ও কর্মকর্তা ফর্ম, বাইলজ ও অংশগ্রহণের ইভেন্ট শীট সংগ্রহ করে আগামী ১০জুন রাত ৮টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য সিজেকেএস আরচ্যারী কমিটির সম্পাদক (ভারপ্রাপ্ত) কল্লোল দাশ ফোন: ০১৭১৩৮৪২২২১ এর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকারাতে পরীক্ষায় রিয়াদের অরেঞ্জ বেল্ট লাভ
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে পিডিবি ও ইয়ং স্টারের জয়লাভ