আরও বেশি সৌদি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

আজাদী ডেস্ক | বুধবার , ২৪ জানুয়ারি, ২০২৪ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে সৌদি আরবের কাছে আরও বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাংলানিউজের।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের আর্থসামাজিক অগ্রগতির জন্য আমাদের সরকারের গৃহীত উদ্যোগগুলিকে এগিয়ে নিতে বাংলাদেশে আরও বিনিয়োগ করুন। সৌদি আরব এবং সেদেশের জনগণ বাংলাদেশের হৃদয়ের খুব কাছের উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন সৌদি রাষ্ট্রদূত। শেখ হাসিনা বলেন, এ দেশের সরকার ও জনগণ সৌদি আরব এবং এর জনগণের মঙ্গল কামনা করে, কারণ তারা মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের জিম্মাদার। সরকারপ্রধান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত। বার্তায় যুবরাজ বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের আটটি বিভাগে আটটি মসজিদ ও আরবি ভাষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য তার দেশের ইচ্ছা কথা জানান। প্রধানমন্ত্রী ঢাকায় একটি ইনস্টিটিউট স্থাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন। সৌদি রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে হজ ও ওমরাহর প্রক্রিয়া আরও সহজ করতে তারা ব্যবস্থা নিচ্ছেন। তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশ ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে পারে। রাষ্ট্রদূত অন্যান্য পেশাদারদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মী নিয়ে যাওয়ার জন্য তার দেশের আগ্রহ প্রকাশ করেন।

টেকসই উন্নয়ন নিশ্চিতে ফ্রান্সের সহযোগিতা কামনা : বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফ্রান্সসহ উন্নয়ন অংশীদারদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নকে টেকসই করতে ফ্রান্সসহ উন্নয়ন সহযোগীদের সহযোগিতা প্রয়োজন কারণ আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই গতকাল তার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি ফরাসি গ্যাস কোম্পানিকে বাংলাদেশের গ্যাস খাতে এবং গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের জন্য অনুরোধ জানান। তারা এয়ারবাস ক্রয় ও বঙ্গবন্ধু স্যাটেলাইট২ উৎক্ষেপণসহ কয়েকটি দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

জলবায়ু সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ পেতে সহায়তা করবে এবং তারা বাংলাদেশকে এই তহবিল ব্যবহারে অগ্রণী হিসাবে দেখতে চায়। তার দেশ ব্লু ইকোনমি এবং সাইবার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।

পূর্ববর্তী নিবন্ধসরকার আদালতে হস্তক্ষেপ করতে পারে না ইউনূস প্রসঙ্গে হাছান মাহমুদ
পরবর্তী নিবন্ধআনোয়ারার ২৯টি কমিউনিটি ক্লিনিক নিয়ে নানা অভিযোগ