গত ১৪ বছরে আইসিসি আসরগুলোয় ভারতের ধারাবাহিকতা অবিশ্বাস্য। সেই ধারাবাহিকতায় টানা দুই বছরে দুটি আইসিসি শিরোপার স্বাদ তারা পেল। সহসাই এই দাপুটে পথচলার শেষ দেখছেন না বিরাট কোহলি। ভারতীয় দলে প্রতিভার যা ছড়াছড়ি, আগামী অন্তত আট বছর ভারত বিশ্ব ক্রিকেটে ছড়ি ঘোরাবে বলেই মনে করেন এই তারকা। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে দেশের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সেই হৃদয়ভাঙা হারের পর প্রবল প্রতাপে ঘুরে দাঁড়িয়ে অপ্রতিরোধ্য পথচলায় ছুটছে ভারত। গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শিরোপা জিতে গেল কোনো ম্যাচ না হেরেই। দুবাইয়ে রোববার ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পর উচ্ছ্বসিত কোহলি বললেন, সম্মিলিত পারফরম্যান্স আর উপভোগের মন্ত্রেই এই সাফল্য ধরা দিয়েছে। শিরোপা জয়ের জন্য গোটা দলের সবাইকেই বিভিন্ন ম্যাচে এগিয়ে আসতে হয়। আমরাও পেরেছি বলেই এই টুর্নামেন্ট জিততে পেরেছি। ছেলেরা এতটা প্রভাববিস্তারি ইনিংস খেলেছে, ছাপ রাখার মতো সব স্পেল করেছে এরকম সম্মিলিত পারফরম্যান্সই শিরোপা এনে দেয়।
তিনি বলেণ আমি খুবই খুশি যে, আমরা একতাবদ্ধ হয়ে খেলতে পেরেছি এবং নিজেদের সঙ্গ উপভোগ করি। দল হিসেবে এতটা অসাধারণ সময় কেটেছে আমাদের। খুবই দারুণ একটি টুর্নামেন্ট কাটল। সবশেষ তিনটি আইসিসি আসরে ভারতের হার একটি। ২০২৩ বিশ্বকাপের ওই ফাইনালে হার। তাদের ধারাবাহিকতার শুরু অবশ্য আরও অনেক আগে থেকেই। ২০১১ বিশ্বকাপ থেকে এই পর্যন্ত চারটি আইসিসি ট্রফি তারা জয় করল। এই সময়ে যদিও অস্ট্রেলিয়াও জিতেছে চারটি ট্রফি। তবে মোট ম্যাচ জয়ের সংখ্যা, প্রাথমিক পর্বে দুর্দমনীয় পথচলা, টানা নকআউট পর্বে খেলা, সব পরিসংখ্যানেই সবাইকে ছাড়িয়ে গেছে ভারত। ভারতীয় ক্রিকেট এখন যে জায়গায় পৌঁছে গেছে, প্রতিভার জোগান যেভাবে আসছে, যতটা প্রতিযোগিতা দলে, তাতে সামনেও এমন সুসময়ই দেখছেন কোহলি। কোহলি বলেন সবাই চায়, ছেড়ে যাওয়ার সময় দলকে আরও ভালো জায়গায় রেখে যেতে। আমার মনে হয়, এমন একটি স্কোয়াড আমাদের আছে, আগামী আট বছর গেটা বিশ্বকে আমরা দেখিয়ে দিতে পারি। শুবমান অসাধারণ করছে, শ্রেয়াস দারুণ, কেএল রাহুল ম্যাচ শেষ করছে নিয়মিত এবং হার্দিকও দুর্দান্ত করছে। ভবিষ্যতের অধিনায়ক ভাবা হচ্ছে যাকে, সেই শুবমান গিলকে পাশে নিয়ে কোহলি বললেন, তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ই দলকে অজেয় করে তুলছে। ওরা চেষ্টা করছে খেলাটাকে আরও এগিয়ে নিতে এবং ওদেরকে সহায়তা করতে পেরে। অভিজ্ঞতা ভাগাভাগি করতে পেরে আমরা অভিজ্ঞরা খুশি এবং এটিই ভারতীয় দলকে শক্তিশালী করে তুলেছে।