আর সংকোচন নয়, এখন থেকে সমপ্রসারিত হবে মাদ্রাসা শিক্ষা

হাটহাজারীতে মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক বলেছেন, ইতোপূর্বে নানা কৌশলে মাদ্রাসা শিক্ষা সংকোচন প্রয়াস হয়েছে। ইনশাআল্লাহ, এখন থেকে মাদ্রাসা শিক্ষার সমপ্রচারণ হবে। এখন মাদ্রাসা থেকে পাস করলে জীবন সংগ্রামে পিছিয়ে যাবার আর সম্ভাবনা নাই।তিনি গতকাল বিকেল ৩টায় হাটহাজারী উপজেলার সফিনগর তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে অনুষ্ঠিত সভায় শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ মত প্রকাশ করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোছাহেব উদ্দিন বখতিয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসি’র দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাইফুদ্দিন খালেদ চৌধুরী, হাটহাজারী কলেজের অধ্যাপক আলফাজ উদ্দিন, ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী, তৌহিদ, মাদ্রাসা সুপার মাওলানা সৈয়দ আবদুল হামিদ, সহ সুপার মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইদ্রিস, মাওলানা মিনহাজ উদ্দিন, মোহাম্মদ মনজুরুল হোসেন, মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ল্ড বুড্ডিস্ট এথিক্স ক্লাবের সভা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে গাউসে পাক (রহ.) সম্মেলন ও সালাতু সালাম মাহফিল