সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার পর একই পথে হাঁটতে বাধ্য হল আমেরিকার আরও এক জনপ্রিয় ব্যাংক। গত রোববার বন্ধ হয়ে গেল সিগনেচার ব্যাংক। সিলিকনের মতো তার গচ্ছিত অর্থ এবং যাবতীয় নথিপত্র অধিগ্রহণ করেছে সরকার। গ্রাহকদের মাঝে জনপ্রিয় ছিল নিউ ইয়র্কের সিগনেচার ব্যাঙ্ক। বহু মানুষ এই ব্যাংকে সঞ্চিত অর্থ রেখেছিলেন। কিন্তু সম্প্রতি ব্যাঙ্কটির অগ্রগতি থমকে যায়। আমেরিকার প্রশাসন অবশ্য গ্রাহকদের আশ্বস্ত করেছে। গতকাল সোমবার থেকেই তারা তাদের অর্থ সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ব্যাংকিং ব্যবস্থাকে সচল রাখতে দেশের অন্য প্রতিষ্ঠানগুলোকেও সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন। ব্যাংকগুলোর গ্রাহকদের চাহিদা মেটাতে বাড়তি অর্থের জোগান দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকার ফেডেরাল রিজার্ভ। সিগনেচার ব্যাংকের আগে গত শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে। তার নথিপত্রও অধিগ্রহণ করেছে সরকার। ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক মন্দার পর, একেই খুচরো ব্যাংকিং ব্যবস্থায় সবচেয়ে বড় ব্যর্থতা বলা হচ্ছে।
পরিস্থিতি সামলাতে বাইডেনের বার্তা : সিলিকন ভ্যালি ব্যাংক বিপর্যয়ের জন্য যারা দায়ী, তাদের শাস্তির হুঁশিয়ারি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। গত রোববার রাতে এক বিবৃতিতে বাইডেন বলেন, আমাদের ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পদকে রক্ষা করার জন্য কীভাবে ব্যাংকিং ব্যবস্থাকে আরও উন্নত করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করব। একইসঙ্গে, যারা এই ব্যাংকিং ব্যবস্থার বিপর্যয়ের জন্য দায়ী, তাদের জবাবদিহি করতে হবে।
সিলিকন ভ্যালি ব্যাংক আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু সিলিকন ভ্যালি দেউলিয়া হয়ে যাওয়ার ফলে আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ নাগরিকদের আস্থা টলে গিয়েছে। তা পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছেন বাইডেন। গতকাল সোমবার নাগরিকদের আশ্বস্ত করার জন্য তিনি ব্যাংকিং ব্যবস্থার উন্নতির বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
১ পাউন্ডে সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখা কিনল এইচএসবিসি : এদিকে বিডিনিউজ জানায়, সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখার স্বত্ব কিনে নিয়েছে এইচএসবিসি ব্যাংক; সেজন্য তাদের খরচ হয়েছে কেবল এক পাউন্ড। তবে যুক্তরাজ্যের সিলিকিন ভ্যালি ব্যাংকের গ্রাহকরা এখন অন্যান্য ব্যাংকের মতই স্বাভাবিকভাবে লেনদেন ও আর্থিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। সিলিকন ভ্যালি ব্যাংকের ওই শাখা কিনে নেওয়ার খবর গতকাল সোমবার নোটিস আকারে নিজেদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে এইচএসবিসি। সেখানে এক পাউন্ডের বিনিময়ে ব্যাংকটির স্বত্ব অধিগ্রহণের কথা জানায় এইচএসবিসি ইউকে লিমিটেড পিএলসি। যুক্তরাজ্যের ট্রেজারি বিভাগ বলছে, এইচএসবিসির সঙ্গে চুক্তিতে করদাতাদের কোনো টাকা খরচ হবে না। ব্যাংকটির থাকা আমানত এখন ‘নিরাপদ’ বলে জানিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড।
বিশেষ করে, প্রযুক্তিখাতের কোম্পানিগুলোকে ঋণ দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ব্যাংক সিলিকন ভ্যালি। কিন্তু মূলধন সংকট ও আমানত ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে শুক্রবার ব্যাংকটি বন্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা।