আমেরিকায় আবারো ট্রাম্প-বাইডেন লড়াই

প্রার্থিতার দৌড় থেকে ছিটকে গেলেন হ্যালি

| বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড় থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন আমার প্রচারণা স্থগিত করার সময় এসেছে। নিকি হ্যালির প্রস্থানে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে একাই টিকে রইলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ফের ট্রাম্পের সঙ্গে বাইডেনের মুখোমুখি হওয়ারও পথ সুগম হলো। ১৯৫৬ সালের পর এবারের প্রেসিডেন্ট নির্বাচনেই প্রথম ৭৭ বছর বয়সী ট্রাম্প এবং ৮১ বছর বয়সী বাইডেন ফের মুখোমুখি হতে চলেছেন। যদিও এ দুই প্রার্থীকে আবারও লড়তে দেখতে চান না বেশির ভাগ ভোটারই। কারণ মতামত জরিপে দেখা গেছে, ভোটারদের মধ্যে বাইডেন এবং ট্রাম্প দুইজনের সমর্থনই তুলনামূলক অনেকটা কমেছে।

সুপার টুয়েসডেতে ১৫টির মধ্যে ১৪টি ককাস ও প্রাইমারিতে ট্রাম্পের কাছে হ্যালি হেরে যাওয়ার পরই তার নির্বাচনী প্রচারণা বন্ধের সিদ্ধান্তের এই খবর এল। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের দৌড়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য অন্যদের চেয়ে বেশি সময় লড়ে গেছেন নিকি হ্যালি। তবে কখনওই তিনি ট্রাম্পের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারেননি। একাধিক অপরাধের অভিযোগ থাকার পরও রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের নিয়ন্ত্রণ এখনও অনেক শক্ত।

পূর্ববর্তী নিবন্ধযতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কাজ করবো
পরবর্তী নিবন্ধচন্দনাইশে এনজিও কর্মীর মৃত্যু ঘিরে রহস্য