আমেরিকান কাউন্সিল বাংলাদেশ আয়োজিত ‘মাস্টারিং কমিউনিকেশন : আনলকিং সাকসেস ইন প্রফেশনাল ইংলিশ অ্যান্ড আইএলটিএস’ শীর্ষক কর্মশালার গত ২৮ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায়িক প্রশাসন অনুষদে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চবি মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা।
এতে প্রশিক্ষক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর সাদাত জামান খান, আমেরিকান কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মসরূর উদ্দীন আনওয়ার, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান এএসএম ইফতেখারুল আজম এবং বিদেশি প্রশিক্ষক ওসওয়া কাজিমী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমেরিকান কাউন্সিল বাংলাদেশের একাডেমিক কো–অর্ডিনেটর মারিয়াম মুসনাদ।
কর্মশালা আয়োজনে ছিলেন আমেরিকান কাউন্সিলের অফিসার তৌফিক উদ্দিন, রিয়াদ এনায়েত, প্রিয়া বড়ুয়া, ত্রমিলা বড়ুয়া, সায়মা শিব্বির প্রমুখ। সহযোগিতায় ছিলেন চবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন। প্রেস বিজ্ঞপ্তি।