আমের দিনে আম খাবে না, জামের দিনে জাম
বাঙালি এ–পরানখানার রইলো কি আর দাম!
এই পৃথিবীর আমের দেশে আমার জন্মভূমি
মধূমাসে মধুফলের মধুররসে রসনা রঙিন চুমি।
হিমসাগর–আম্রপালি–হাড়িভাঙা শত নাম স্বাদে–ঘ্রাণে
আম–ঘরে পেতে বিছানা–বালিশ, তৃষিত পিপীলিকা প্রাণে।
টসটসে দুই লিচু, খাজা কাঁঠাল গালের মধ্যে পুরে
‘কথার জবাব দেবো ক্যামনে– মোবাইল বাজুক সুরে’!
‘সুগার বাড়বে–বুঝবে ঠ্যালা’– শোনায় হিংসুটে ফুা বাণী
ঢের ভালো তবে– নিই ডাক্তার–বদ্যির পরামর্শ সাবধানী।
‘প্লিজ ডক্টর! আম হতে চাই না আমি– আম খেতে চাই’,
চুলকিয়ে মাথা ডাক্তার কহেন– ‘আছে ওষুধ, পুরা নিষেধ নাই’।