চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, সাবেক লায়ন্স জেলা গর্ভনর লায়ন এম.শামসুল হকের স্মরণসভা, দোয়া মাহফিল ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল মঙ্গলবার চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ–সভাপতি আলহাজ এস.এম. আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোজাহেরুল আলম চৌধুরী, মুক্িতযোদ্ধা ফজল আহমদ, ভানু রঞ্জন চক্রবর্তী, আবদুল হালিম দোভাষ, লায়ন সিলভার বার্নাডেট, আশীষ সেন, স্থপতি রিদোয়ানুল হক, শাহ আলম সিকদার, সজল দাশ প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল আহাদ। প্রধান অতিথি বলেন, লায়ন শামসুল হক আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে দেশপ্রেমের রাজনীতি করে গেছেন। আওয়ামী রাজনীতির জন্য তিনি সবসময় নিজেকে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। যোগ্য সংগঠক হিসেবে নিরবে নিভৃতে বিশাল জনগোষ্ঠীর জন্য তিনি যে অবদান রেখেছেন তা প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। একজন মহান নেতা হিসেবে লায়ন এম. শামসুল হক যুগ যুগ আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। আমৃত্যু জনকল্যাণমূলক কাজ করে গেছেন লায়ন শামসুল হক। প্রধান বক্তা সাংবাদিক আবু সুফিয়ান বলেন, লায়ন এম শামসুল হক একজন মহৎপ্রাণ, দেশপ্রেমিক নেতা হিসেবে আজীবন সাধারণ মানুষের জন্য কাজ করার আপ্রাণ চেষ্টা করে গেছেন। ৭৫’ পরবর্তী জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার পরবর্তী সময়ে আওয়ামী রাজনীতির কঠিন সময়েও দলের জন্য নিবেদিত অভিভাবক হিসেবে সাধারণ কর্মীদের পাশে থেকে কাজ করেছেন। যার রাজনীতিই ছিল সাধারণ মানুষ ও জনকল্যাণমূলক। রাজনীতি ছাড়াও তিনি একজন সফল সংগঠক, নিঃস্বার্থ সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবেও আমৃত্যু সংগ্রাম করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।