আমীর খসরুর সঙ্গে এনআইএমডি প্রতিনিধিদলের সাক্ষাৎ

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছে নেদারল্যান্ডসভিত্তিক সংস্থাইনস্টিটিউট ফর মাল্টি পার্টি ডেমোক্রেসি (এনআইএমডি)। গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে আসন্ন সংসদ নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়। এ সময় এনআইএমডির প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার তাইউহ নেঙ্গে, হেড অব পজিশনিং হেলিন শ্রোয়েন এবং এএইচইএডি বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাহিল উপস্থিত ছিলেন।

আমীর খসরুর সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

পূর্ববর্তী নিবন্ধচলতি বছর বিজিবির অভিযানে ১৯ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ২৭
পরবর্তী নিবন্ধবিএনপির সংগ্রাম-সাফল্য ও ভবিষ্যতের ‘দিশা শীর্ষক’ আলোকচিত্র প্রদর্শনী