আমিলাইশে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:৪৮ অপরাহ্ণ

সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সারওয়ার উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপীর সাবস্ত্য হওয়ায় গত বুধবার চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন তার মনোনয়নপত্র বাতিল করেন। জানা যায়, ৭ম ধাপে অনুষ্ঠিতব্য সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র গত শনিবার যাচাই-বাচাই করা হয়। ওইদিন ঋণ খেলাপী, নির্বাচনী এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান থাকা এবং বয়স কম থাকার কারণে তিন জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। গত বুধবার আপিলের শুনানির দিন ধার্য ছিল। এদিন আমিলাইশ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সারওয়ার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপী এবং আদালতে এ সংক্রান্ত মামলা চলমান থাকার বিষয় উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিলের জন্য রিটার্নিং অফিসারের নিকট আবেদন করেন পূবালী ব্যাংক কর্তৃপক্ষ। তখন যাচাই-বাচাই শেষে রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিম শরীফ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল দায়ের করেন। গতকাল ব্যাংক কর্তৃপক্ষ ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সারওয়ার উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে তিনি শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করেন। চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন জানান, উভয়ের উপস্থিতিতে শুনানি শেষে ঋণ খেলাপীর দায়ে আমিলাইশ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সারওয়ার উদ্দিন চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধযাত্রীবেশে গাড়ি ছিনতাই